শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০১৬

দলিল বাতিলের কারন

দলিল বাতিলের কারনঃ-
১। পক্ষগনের অযোগ্যতাঃ নাবালক,শত্রুদেশের নাগরিক,আদালত কতৃক দেউলিয়া,ঘোষিত ব্যক্তি এবং সুরাপানে মত্ত ব্যক্তি,পাগল ও জ্ঞানশুন্য ব্যক্তি কর্তৃক সম্পাদিত দলিল বাতিল বলে গণ্য হবে ।
২।প্রচলিত রীতিবিরুদ্ধঃ কোন আইনজীবী,তার মোয়াক্কেলের জয়ী করার অঙ্গিকারে কিংবা ডাক্তার রোগীর রোগ সারিয়ে দেওয়ার প্রতিশ্রুতিতে কোনরুপ লাভজনক শর্তে চুক্তি সম্পাদন করলে তা বাতিল বলে গণ্য হবে।
৩। আইনবিরুদ্ধঃ অর্পিত সম্পত্তি ক্রয় বিক্রয়ের উপর নিষেধাজ্ঞা থাকলে ও আদালত কর্তৃক নিষেধাজ্ঞা থাকলে,সে সম্পত্তি হস্তনান্তর করে কোণ দলিল সম্পাদিত হলে তা বাতিল বলে গণ্য হবে।
৪। ভয়ভীতি ও প্রতারনাঃ দলিলদাতাকে ভয়ভীতি প্রদর্শন করে বা লোভ লালসা দেখিয়ে বা বল পুর্বক আটক করে কোনরুপ দলিল সম্পাদন করলে তা বাতিল বলে গণ্য হবে।
৫। অন্যায় উদ্দ্যেশ্যঃ বৈধভাবে প্রতিষ্ঠিত কোন সরকার বা রাষ্ট্রকে উচ্ছেদ করার নিমিত্তে কোনরুপ সংগঠনের চুক্তি বা এই উদ্দ্যেশে তহবিল গঠনের উদ্দেশ্য সম্পত্তি বিক্রয় দলিল বাতিল বলে গণ হবে।জুয়া খেলা বা নারী অপহরণ,ধর্ষন বা অনুরুপ কোন হীন উদ্দ্যেশ্য ব্যবহারের নিমিত্ত ক্রয় বিক্রয়ের দলিল বাতিল বলে গণ্য হবে।




এই বিষয়ে আর কোন  পরামর্শের জন্য ফোন করুন এই নম্বরে-  01677-125666

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন