শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০১৬

জমি কেনার আগে করণীয়

জমি কেনার আগে নিম্ন লিখিত বিষয়গুলি অত্যন্ত গুরত্ব সহকারে দেখতে হবে । যথাঃ-
(ক) জমি বিক্রেতার নামে রেজিষ্ট্রিকৃত দলিল আছে কিনা অথবা বৈধ স্বত্ব আছে কি না, দখলি স্বত্ব আছে কিনা ।
(খ) হালসন পর্যন্ত খাজনার রশিদ আছে কি না ।
(গ) দলিলে উল্লেখিত পরিমান জমি তার দখলে আছে কি না ।
(ঘ) জমিটি সম্পুর্ন বা আংশিক বিক্রি করা হয়েছে কি না ।
(ঙ) জমিটির অন্য কোন ওয়ারিশ আছে কি না ।
(চ) জমির দলিলটি জাল কিনা ।
(ছ) মালিকের নামে জমিটি খারিজ করা আছে কি না ।
(জ) দলিলে উল্লেখিত দাগ নম্বর নকশার সাথে মিল আছে কি না এবং রেকর্ডের সঙ্গে খতিয়ানের মিল আছে কি না ।
(ঝ) বিক্রেতা ক্রয় সুত্রে না উত্তরাধিকার সুত্রে জমিটির মালিক হয়েছেন ।
(ঞ)জমিটি বর্গা বা বন্ধক দেওয়া আছে কি না।
(ট) জমিটি সহশরিকগন কিনতে চায় কি না ।
(ঠ) সরেজমিনে খোঁজ নেওয়া ইত্যাদী ।




এই বিষয়ে আর কোন  পরামর্শের জন্য ফোন করুন এই নম্বরে-  01677-125666

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন